চাঁদের আলো পড়ুক মুখে
ঘুমাও আমার সোনা,
ঘুমের দেশে রাজার বেশে
অলীক চাদর বোনা।


রাত গভীরে পরী'রা আসে
যাদুর পালকি চড়ে,
তোমায় নিয়ে দেশ বিদেশে
ঘুরবে আকাশে উড়ে।


শিশির ভোরে উঠলে জেগে
জাগবে সোনার দেশ,
মানুষ হতে হবে তোমায়
লেখায়-পড়ায় বেশ।