খানিকটা পরে হলোও আজ বুঝেছি একটি সত্য,
আমাকে নয়, তুমি ভালোবাসতে আমার কবিতাকে।
ভুলভাল শব্দে নিরর্থক পঙক্তি’র মত-ই সেটা ছিলো অপ্রেম,
প্রতিনিয়ত ঘটতো ছন্দ পতন; শ্রবণ মধুর হলেও মাত্রায় দুষ্ট...


নিয়ম ভাঙ্গার দোষে হয়ে উঠিনি কবি,
সে ভাবে-ই হতে পারিনি বাধ্য প্রেমিক।
কি করে হবো বলো- ভালোবাসাতে মন লাগে?
আর তোমার ভাষায় চিরকাল-ই কংক্রিট


বোধের উপর ধূলোর স্তর; মন্দ লাগে না,
তবে,‘দায়’ শব্দটা আজকাল খুব ভাবায় ...
অঙ্কে বরাবরই কাঁচা যদিও বাণিজ্যের ছাত্র
ব্যবসায় লাভ করিনি, লসের ভয়ে প্রচেষ্টাও বন্ধ।


কেন যেন মনে হয় আমার মতন পুড়ছে অন্ধকার
নিষিদ্ধ প্রেম, অভিমানী কবিতা, মিথ্যের সংসার
হারানোর ভয়ে পাওয়ার আকাঙ্খা দিয়েছি চাপা
হতে পারিনি প্রেমিক, পারিনি হতে কবি, নষ্ট ভালোবাসা।


আকাশে তাকিয়ে দেখি ভরা পূর্ণিমা আজ মলিন,
ব্যর্থ জীবন, ব্যর্থ সময়, ব্যর্থ সব আয়োজন, ব্যর্থ সকল আশা ...