অপেক্ষা আর প্রতীক্ষা; কত ব্যবধান!
বলতে পারো, প্রেমী আর প্রিয়া'র পার্থক্য?
সময়-স্রোত-জীবন; কত রঙ-রূপ,
'স্মৃতি' সে কি বদ্‌লায়, না ফিরে ফিরে আসে?


পৃথিবী বয়স হয়েছে, যৌবন হারায় প্রকৃতি
তবুও আছে কিংবা থাকে কেবল আকাঙ্ক্ষা।
বিন্দু থেকে বৃত্ত, আদি থেকে অন্ত, অশান্ত_
অস্থিরতা; মুক্তি প্রয়াসে নিয়তি সমর্প আত্মবলি।


রহস্য ছলনা বাসনা রঙতুলি-স্রষ্টা ক্যানভাস
ভালোবাসা'র কি ব্যাকরণ? জানো কেউ,
ছায়াহীন মানুষ কতটা একা? কথা না কবিতা!
একটি মুখ করে আন্দোলিত, আড় চোখ_
খরতাপ ভুলে সঞ্জননা; আর ঠোঁট ভাষাহীন...