মাত্রার মিছিলে “মুক্তাক্ষর”,“বদ্ধাক্ষর” জটিলতা,
ছন্দের শরীরে পর্ব-অতিপর্বের প্রাচীর।
অনিয়ম গুলো আজকাল নিয়ম হয়ে উঠেছে,
যার প্রভাবে সমাজ-সংসার,এমনকি আইন।


ভালোবাসায় এখন আর রোমান্টিসিজম নেই,
রুদ্র-রুক্ষ বাস্তবতায় মানবতা গেছে ঝলসে।
কংক্রিট স্বাধীনতা বিশেষ শ্রেনীর ভোগ্যপণ্য,
রোজ রাতে দলিত হয় আমলাতান্ত্রিক বিলাসে।


কাক ময়ূর হতে চায়;দালালী একমাত্র যোগ্যতা,
ঘুরেফিরে সেই শকুন গুলোর-ই নগ্ননৃত্য।
মুখোসের আড়ালে ওরা ইতিহাস নিয়ে খেলে,
ক্ষমতারলোভ ওদের নপুংসক করেছে,ভুলে গেছে সত্য।


স্বর-মাত্রা-অক্ষরের বৃত্ত ভেঙ্গে আধুনিক মুক্তক ,
নতুন মোড়কে পুরাতন সে দাবী,উত্তরাধুনিক।
রক্ত ও লাঞ্চনায় ভেসে ওঠা পরাধীন চিহ্ন,
বায়ান্ন চেতনায় সাতান্ন‘কে বাতিল, সময়ের দাবী।