তুমি আসবে বলে,
দশটি মাস অপেক্ষায় ছিলাম।
পাঁচটি ঋতু পেরিয়ে ষড়ঋতুর দেশে,
কখনো সাদা, কখনো কালো বেশে।
প্রকৃতত্বে মেঘ, কিংবা বাতাসে মিশে-
কখনো সুখ, কখনো দুঃখে ভেসে।


তোমাকেই চেয়েছিলাম, বৃষ্টিজলে ভিজে-
স্বাধীনতা খুঁজেছিলাম, কাজল টানা চোখে।
মুক্তি খুঁজেছি বুকেতে মুখ গুঁজে।
অনাকাঙ্ক্ষিত হারিয়ে গেছি; জড়িয়ে গেছি-
সবুজের মোহ মায়ায়।


বিষাক্ত মাইক্রো সিস্টেমেটিক্যাল জালে আটকে গেছি।
আর্দ্রতা ধরে রাখতে ব্যস্ত পেট্রোলিয়াম  জেলির মত,
লেপটে আছি শীতোষ্ণ পরশে।


রাত জাগা শিয়ালের হুক্কা হুয়া জানান দেয়; এসে গেছো-
কাননে কুসুম কলি ফুটেছে মনের আঙিনায়।
মাঠে মাঠে ফসলে প্রস্তুতি; শরতীয় আগমন।
বুক ফাটার সময় এলো বলে; রসালো হয়েছে খেজুরের গাছ।
ভরা যৌবনে ভাটা পরছে, নদী'রা জোয়ার চায়।
দু'জনার সঙ্গমে অনন্তকালের পথ রচনা হবে...


পায়েলের ঝংকারে কাঁপন উঠেছে,
ভোরের শিশির জোট বেঁধেছে দূর্বা ঘাসে।
আলতো রং পায়ে মেখে; লাজুক চশমা খসে -
ভালোবাসার চাদরে মুড়িয়ে; দহনের আগুনে,
উত্তপ্ত হবে তনু-মন, ফাল্গুনী ফাগুনে।
কালের পরিক্রমায় এখন শীত ।