একবার, দুইবার, বারবার
ওরা চেতনায় আঘাত হানে
ঘুমন্ত নগরে চালায় হত্যা যজ্ঞ
হারানো ব্যথা; যার যায় সে জানে


সাতচল্লিশ, বায়ান্ন আর একাত্তর
পঁচাত্তরে পনের আগস্ট রাতে
ওরা এসেছিল গোপন; মুখোশে
বারবার আসে, রক্ত খেলায় মাতে


ধর্ম লেবাসে ওরা পতাকা পোড়ে
জাত ও জাতি তে করে ভেদ


কাপুরুষ আঁধারে ভাঙে ভাস্কর্য
ক্রমশ সমাজ হয় বিচারবিহীন
পিতাকে অ-স্বীকার করা জারজ
রাষ্ট্রকে বানাতে চায় স্বাধীনতাহীন


জাতি পিতা তুমি অনন্ত, অসীম...