পাপ করেছি বোধ জেগেছে
বিবেক নামক কাঠগড়ায়
দহন জ্বালা বুকে চেপে
রাত কেটে যায় দিন গড়ায়


তবুও পাওয়া একমুঠো সুখ
একটু অসুখ মন খারাপের
সব ভুলে তাই বাঁচুক স্মৃতি
থাকুক হিসাব গোপন পাপের


মৃত্যু আজ অনেক সহজ
হর হামেশা হচ্ছে মিছিল
বন্ধু স্বজন সেই মিছিলে
যেতেই হবে হতে সামিল