ভাদ্রে আর্দ্রতা যখন পুড়ছে শহর
মেঘ এসে ঢেকে দেয় আকাশের নীল
জল হয়ে ঝরে পরে বেদনা বহর
বাতাস নীরব শ্রোতা সবুজ সুশীল


তারপর ভোর হয় মেঘ হয় সাদা
শিউলি ফুলের মনে বেজে ওঠে সুর
কাশবন হেসে ওঠে আশ্বিন হাওয়া
শিশির ঘাসের বুকে উমার মাদুর


শরৎ এঁকেছে মাঠে সোনালী স্বপন
মায়াবী প্রকৃতি রূপ বাঙালি মনন