ঠোঁটের কোণে ছোট্ট তিল টা আজো পরে মনে
যতন কইরা রাইখো বন্ধু যতন কইরো গোপনে।।


ভালোবাসা নয়তো সোজা বোঝা বড় দ্বায়
না বলা সেই প্রেমের ব্যথা আজো যে কাঁদায়


তোমার ছবি ফ্রেমে পাশে অন্য লোকের বাস
তুমি আমার ভাবনা জুড়ে বাঁচো বারো মাস


ঠোঁটের কোণে ছোট্ট তিল টা আজো পরে মনে
যতন কইরা রাইখো বন্ধু যতন কইরো গোপনে।।


প্রথম দেখা বৈশাখী তে শাড়ী পড়ে এলে
শ্যামা গড়ন লম্বাটে মেয়ে কি করে যাই ভুলে


সময় কত আপন ছিলো স্মৃতি গুলো মধুর
জাদু মাখা কণ্ঠ সখীর পাখিও হারতো সুর


ঠোঁটের কোণে ছোট্ট তিল টা আজো পরে মনে
যতন কইরা রাইখো বন্ধু যতন কইরো গোপনে।।


তোমার হাসি, তোমার খুশি চিরকালের চাওয়া
বিধি তোমায় রাখুক সুখে এটাই আমার পাওয়া


কখনো যদি আমায় ভেবে দু'ফোঁটা জল আসে
ক্ষমা করো জেনে রেখো আমৃত্যু আছি পাশে


ঠোঁটের কোণে ছোট তিল টা আজো পরে মনে
যতন কইরা রাইখো বন্ধু, যতন কইরো গোপনে।।
যতন কইরা রাইখো বন্ধু, যতন কইরো গোপনে।।