অপেক্ষায় আছি, ভিন্ন রকম অভিজ্ঞতা,
রাতের সাথে বাড়ছে অন্ধকার; গভীরতা।
সরব চারদিক চাঁদ টা বেশ পরিপূর্ণ,
শবেবরাত; চলছে মসজিদে প্রার্থনা।


আইসিইউ'র বারান্দায় ক'জনার নীরবতা।
উঁচু দালানে বসে আছি সিঁড়ির উপর..
অপেক্ষা; এর আগেও ছিলাম বহুবার
পাওয়ার অপেক্ষা; তবে আজ হারাবার।


অপেক্ষা কত বিচিত্র, জীবন কত অদ্ভুত!
মৃত্যু সংবাদ কতটা কষ্টের; নিশ্চিত মৃত্যু
ভাবলে-ই দম বন্ধ হয়ে আসে, প্রতিটা সেকেন্ড
মনে হয় এক একটা দিন, স্বজন বিয়োগ যন্ত্রণা...