নজরুলের বিদ্রোহী কবিতা আবৃত্তি আজ প্রত্যেকের অতি আবশ্যক
সুকান্তের ম্যাচের কাঠিটি জ্বলে ওঠা বড্ড সময়ের দাবী
জঞ্জাল সরাতে আরও করলে দেরি
ভাতের হাড়িতে পুড়বে হতভাগাদের লম্বা সারি।


বিষফোড়া দাবানল বিস্তৃত আজ বিশ্ব জুড়ে
মহামারি পড়েছে মানবতায় ক্ষমতায় ইচ্ছায় বেকায়দায়
দুরারোগ্য, সংক্রামকব্যাধি গ্রাস করছে হনুমানের মত মনুষ্যত্ব।


বন্কিমচন্দ্র, কামিনী রায়ের পাঠকরা;
আর কতদিন থাকবে তোমরা তোমাদের মুখ থুবড়ে
বেড়িয়ে এসো তোমরা লোক চক্ষুর আড়াল থেকে,
বনে শুধু বাঘ থাকেনা বসবাস করে সিংহও।


তোমরা এখুনি তোমাদের মুখোশ খুলে দাও, আবাইয়া সরিয়ে ফেলো-
বুঝিয়ে দাও তোমরা কি পারো;
তোমরা দামাল! তোমরা তমাল! তোমরা অনির্বাণ!
তোমরা গ্রহ! তোমরা নক্ষত্র! তোমরা অবিচল
তোমাদের আলোয় আলোকিত হয় সকল অন্ধজাল।


তোমরা বুকে রাখো সাহস হাতে রাখো বল মনে দৃঢ় প্রত্যয়
শত প্রতিবন্ধকেও আশ্রয় প্রশ্রয় দিওনা কারো কোনো অন্যায়,
জালেম-অত্যাচারীর কাছে নিজেকে কখনো করনা সোপর্দ
স্বৈরচারি, ফ্যাসিবাদ, ধোকাবাজ, ফাসেকদের পতন অনিবার্য।