তোমার কাজল কালো চোখের কোণে কে মুচকি দেয় গো-
কে- সে,  কোথায় থাকে- কোথায়?
- সে থাকে আমার এই ভেতর অন্তরে, হৃদয় মাজারে।


তোমার ওই গোলাপী ঠোঁটে কে মিশে আছে গো-
তার সাথে তোমার কি কোনো লেনাদেনা!
কতোদিন হয়, কতোদিন?
- সে আমার সজীবতা, আমার প্রেরণা, আমার উদ্যোগ-
আমায় ঘুম পাড়ায়, ঘুম ভাঙায়, কাক ডাকা ভোর।  


তোমার ওই খোপার বাঁধনে কারে বেঁধে রেখেছো গো-
সোনালি কপালে হাসে কার হাসি,
তোমার পায়ের মলে কার সুর বাজে গো ... ,
আমি কি চিনি তাকে?
- সে- না হয় আজও অজানাই থাক!
সে আমার চন্দ্র- নির্মল আকাশ উড়ন্ত বলাকা ...  
সবুজ মাঠের দোল হাওয়া উজানের ঢেউ  
- সে আমার বাগানের কলি অর্ধফোঁটা রেণু পূর্বাকাশের আভা।


বৃহস্পতিবার
১৫ কার্তিক, ১৪২১  
৩০ অক্টোবর, ২০১৪
০৫ মহরম, ১৪৩৬


উত্তরা, ঢাকা