আমাকে ভালোবেসে তুমি হতে পারানি কিঞ্চিত ধন্য
জানি; তোমার কাছে আমি অতি নগণ্য!
তাই বলে নই আমি প্রেম নিবেদনে কার্পণ্য-
তোমাকে ভালোবেসে হতে পারি সবার কাছে জঘন্য!
ছিড়ে ফেলতে পারি আমার হৃদয়ের নক্ষত্র
তবুও কমবেনা তোমার প্রতি আমার ভালোবাসা।


আমার চোখের পাতায় পাতায় গোড়ায় তোমার কথা
আমাকে সুখে রাখো তুমি অনাবিল সারাবেলা
তোমাকে ভোলা নয় আমার জন্য অত সহজ সোজা
তোমার অভিমান তোমার অপমান আমার সম্মাননা।


তোমার মনের বাঁধনগুলো একটা একটা খুলে দ্যাখো
আমার প্রেম কত দৃঢ়- কত গোলাপ অফুটন্ত!
তোমার মনের বাঁধনগুলো একটা একটা খুলে দ্যাখো
আমার আশাগুলো মাঝপথে কেনো এত এলোমেলো
তোমার মনের বাঁধনগুলো একটা একটা খুলে দ্যাখো
আমাকে সাগর জলে ভেসে তুমি কি সুখে আছো?


তোমার মনের বাঁধনগুলো একটা একটা খুলে দ্যাখো
আমাকে ছাড়া সন্ধ্যা তারা কি তোমার ভালো লাগে?
তোমার মনের বাঁধনগুলো একটা একটা খুলে দ্যাখো
আমাকে ছাড়া ভোর তোমাকে কতটুকু আলোকিত করে?


সোমবার সন্ধ্যায়
০৭ জ্যৈষ্ঠ ১৪২৫
২১ মে ২০১৮
০৪ রমজান ১৪৩৯
ওমর ফারুক ভাইয়ের গাড়িতে, গাজীপুর।