আমি এক বাস্ত হারা রাস্তার ফকির
আমার না আছে গ্রাম
না আছে আপন শহর -
আমার না আছে অফিস না আছে আদালত, না আছে একটা আটসাট দোকানপাট
আমি এক পথহারা ভাসমান পথের পথিক।


আমি এক ব্যর্থ অভিভাবক
আমার না আছে সুশাসন
না আছে সোহাগ না আছে আদর
আমার না আছে ভরণ পোষণের সমর্থন
আমি সহায় সম্বলহীন এক যাযাবর।


আমি এক অসামাজিক একজন
আমার না আছে জাতপাত
না আছে কোথায়ও কোনো কৃতিত্ব
আমার না আছে কোথাও একটা অবদান
আমি একটা নিরেট বালুকণা ধূলোময়লা একজন।


আমি এক কুলাংগার সমাজ সেবক
আমার না আছে ভ্রাতৃপ্রেমী আধিপত্য
আমার না আছে নুন্যতম জনপ্রিয়তা না আছে জনহিতকর একটা উদাহরণ
আমার না আছে কুসংস্কারের ওপর কোনো সংস্কার-বিশ্লেষণ।


আমি উচ্চকাংখী স্বপ্নচারিণী রংতুলি একজন
আমার আছে খোদার দেওয়া অসীম আকাশ, চাঁদ, সূর্য, তারা-
আমার আছে আকাশ সমান অসীম মন, নদীর প্রবাহ অবিরত যেমন  
আমার আছে সমূদ্রের মত শতজনমের আঘাত সইবার অভিজ্ঞ প্রাণ
আমি সাদাসিধা অতিসাধারণ পল্লী মানুষ একজন।


০২/১২/২০২১
লালমণি এক্সপ্রেস
শ্রীপুর, গাজীপুর।