আমি এমন একজন চিকিৎসক খুঁজছি
রোগী দেখতে যে চিকিৎসক কোনো ব্যস্ততা নাই
রোগী দেখতে যে চিকিৎসক কোনো তিক্ততা নাই
রোগী দেখতে যে চিকিৎসক অন্য কোনো ভাবনা নাই।


আমি এমন একজন চিকিৎসক খুঁজছি
যার কাছে রোগীর কোনো শ্রেণি বিভাগ নাই
ধনী গরিব পথের ভিখারি রাজা-বাদশা বাদ-বিচার নাই
রোগ ছোটো হোক বড় হোক কোনো হেলা অবহেলা নাই।


আমি এমন একজন চিকিৎসক খুঁজছি
যে চিকিৎসক কাছে আমার রোগের কথাগুলো ভেংগে-চুড়ে,
দুমড়ে-মুচড়ে, ছিন্নবিচ্ছিন্ন টুকরো টুকরো করে বলতে পারি
-আমার আদি অন্ত প্রতিটি নখের খবরটা পর্যন্ত!


আমি এমন একজন চিকিৎসক খুঁজছি
যার কাছে ঔষধের চেয়ে নিয়মকানুন বেশি প্রাধান্য
যার কাছে সঠিক পরীক্ষা নীরিক্ষা অতি গুরুত্বপূর্ণ
যার কাছে অর্থের মোহের চেয়ে রোগীর আরোগ্য বিনিদ্র।  


আমি এমন একজন চিকিৎসক খুঁজছি
যে চিকিৎসক কোনো অহংকার-অহমিকা নাই,
যার কাছে বিপিনন প্রতিনিধির কোনো পাত্তা নাই
আদতে আমি একজন শুধু চিকিৎসক খুঁজছি-
খুঁজছি; একজন সতি সাধ্যি মানব সেবক।