নিজেকে আমি প্রচণ্ড ধিক্কার দেই
আমি আগাছা বনের কলাগাছ
আমি মেরুদণ্ডহীন
আমি অপয়া!
আমার চোখের সামনে হচ্ছে অহরহ অপরাধ
নিরপরাধ হচ্ছে নির্যাতিত
অথচ আমি কিছুই করতে পারছিনা;
না প্রতিবাদ,
না ভেংগে দিতে পারছি ওই অশনি কালো হাত।


নিজেকে আমি আর ইনসান ভাবতে পারছিনা
আমি চার পাওয়ালা জন্তু
আমার হাত নেই
আমার মাথা মন্ডু নেই
আমি নরাধম
আমি ইবলিস!
একের পর এক হচ্ছে শিশু ধর্ষণ
ধর্ম যাজক কতৃক ছাত্রী শ্লীলতাহানি
অথচ পিতার পর শিক্ষকের অবস্থান!
শিক্ষার্থী তবে কার কাছে শিখবে আচার আচরণ
কি করে হবে তবে সমাজ সুশিক্ষিত।


আমি কার কাছে দেবো নালিশ?
নালিশদাতাকে হতে হচ্ছে উল্টো হ্যস্তন্যস্ত
বিচারকের মস্তিস্ক বিক্রিত অর্থের কাছে
হাত-পা বাধা ক্ষমতার জালে
আমি কিছুই করতে পারছিনা।


নিজেকে ধিক্কার দেওয়ার অধিকারটুকুও আজ খর্ব
আমি চিৎকার করে বলতে পারছিনা আমি লাঞ্ছিত
আমি চিৎকার করে বলতে পারছিনা আমি ধর্ষিত
আমি চিৎকার করে বলতে পারছিনা আমি বঞ্চিত
আমি চিৎকার করে কাউকে ডাকতে পারছিনা;
কে কোথায় আছো?
তোমরা আমাকে এখান থেকে উদ্ধার করো।