হামায় ফাইসা ভাবছো তুমি গেইছো বাইচা!
হামারে ছাইড়া কোথায় একলা থাকবা ডুবিয়া
তোমায় বাইধা রাখছি হামি মনের রশি দিয়া
গিট্টু দিছি মরা গিট্টু তিন সত্যি কিরা।


তোমায় বাইধা রাখছি হামি বেবাক হৃদয় দিয়া
গিট্টু দিছি এমন গিট্টু পুড়েও পড়বেনা খইসা


তোমায় বাইধা রাখছি হামি হামার পরাণ দিয়া
মহাবানেও অন্য কোথায়ও যাবেনা ভাইসা
তোমায় বাইধা রাখছি হামি তারায় সাক্ষি রাইখা
কোনো পথেই যেতে পারবানা একলা পালাইয়া।


তোমায় নিয়া যামু হামি বহুত দূরে হাইরা
চাদ-সূরুজ আর বাতাস ছাড়া পাবেনা খুইজা,
ঢেউয়ের তালে মনের কথা কইমু দিলে খুইলা।


শুক্রবার
২৯ ভাদ্র, ১৪২৬
১৩ সেপ্টেম্বর, ২০১৯
১৩ মহররম, ১৪৪১


উত্তরা, ঢাকা।