ক)
মন যখন ক্ষত বিক্ষত তপ্ত দ্বিধা গ্রস্ত তখন তার কাছে পূর্ণিমাও বিধ্বস্ত।


খ)
মানুষ সবকিছু হারিয়েও কখনো নিঃস্ব হয়না সেখানে নতুন কিছু খুঁজে পায়।


গ)
শান্তি কোনো কঠিণ শীলা নয় যে তা দেখা যাবে এর বিস্তৃতি অনুভব পযন্ত সীমাবদ্ধ।


ঘ)
অশ্রু মানুষকে শুধু কষ্টই দেয়না কখনো কখনো তৃপ্ত-সিক্ত করে।


ঙ)
মানুষ আসল রূপ সাময়িক পরিবর্তন করতে পারে মাত্র অন্তর থেকে চাইলেও দীর্ঘ স্থায়ী নয়


চ)
সুদক্ষ ও সফল হতে হলে শুধু দেখার পিছে না ছুটে অদেখাকেও খুঁজে বের করতে হয়।


ছ)
পাপের চেয়ে বেশি কষ্ট দেয় পাপের তাপ উত্তাপ।


জ)
আগে ভয় ছিল বসার আর এখন জানের।


ঝ)
উন্মক্ত গণতন্ত্র ছাড়া যে কোনো উন্নয়ন বোবা প্রতিবন্দি।


ঞ)
জনগনের ন্যায্য মত ও পথকে রুদ্ধ করে উন্নত জাতির স্বপ্ন দেখা অলিক সমতুল্য