আমি আর আমার ভেতর নাই
আমি অন্য কারো-  কার?
তাও-তো জানিনা ঠিক মতন?
সবকিছু নিয়ন্ত্রণ ছাড়া;
কি হাত, কি পা, চোখ মস্তিষ্ক-
বুড়ো পায়ের বাড়তি বুড়ো নখটাও না।
সকাল থেকে দুপুর, মধ্যদুপুর গড়িয়ে বিকেল-
কখন যে নেমেছে সন্ধ্যা, অতঃপর আঁধার।
কোঁথায় আমার অস্তিত্ব, কোন অধিকার?
মায়া-মোহ, লোভ-লালসা সব আজ পর
রঙিন স্বপ্নগুলো উড়ছে ধূলায়, দিচ্ছে হামাগুড়ি!
কানে বাজছে বাজপাখির বোবা কান্না,
শুনতে পারছেনা অন্যেরা কেউ!
দেখতে পারছেনা, অন্ধ ঘিরে রেখেছে প্রাসাদ।
সাইক্লোন, ঘূর্ণিঝড়, টর্নেডো গ্রাস করেছে কখন যেনো
আঁখি জলে উচলে যাচ্ছে সমুদ্র-পাহাড় ...
কোথায় দাঁড়াবার ঠাঁই?
রিয়্যাকটর স্কেলে পরিমাপ করা যাচ্ছেনা ভূমিকম্পের মাত্রা?
হাড় হাড্ডিগুলো চুরমার! আবার গঠন, আবার চুরমার ,,, !


... ... ... ...
... ... ... ........ ......।


মরণ যন্ত্রণা! অনেকের  আনন্দের বহরও বয়-
সময়ে কারো কারো হয় মধুকর।
কে সেই জন, কি কারন- কতো বড় তাঁর আত্মা, কতজন?
খোদা রাসুলে যার পূর্ণ আস্থা, আখেরাতে যার অগাধ বিশ্বাস-
তখন তাঁর আমলগুলো আজাবের বাধা হয়ে সামনে দাঁড়ায়
বলে- সে প্রতিটি আরকান আহকাম মেনে চলেছে হরফে হরফে!
সত্যের জন্য রক্তাক্ত হয়েছে তবু ভোলেনি 'দীন' কে-।
বলে- এই আমাকে তুমি আঘাত করো?
সে অন্যকে দেয়নি কখনও কাশফুল পরিমান কষ্ট!  
যা বলার আমাকে বলো, ঐ মুমিন মোর্দাকে নয়।



বুধবার
১৪ কার্তিক, ১৪২১  
২৯ অক্টোবর, ২০১৪
০৪ মহরম, ১৪৩৬


ভালুকা, ময়মনসিংহ