ওহে মুমিন মুত্তাকিন
কেরামিন আর কাতিবিন
লিখে চলছে রাত-দিন
ভালো-মন্দ বর্ণহীন।


ওহে মুমিন মুত্তাকিন
ভুলে যেন যাই না ঋণ
বাবা-মাকে কোনো দিন
তবে সব যে হবে বৃথা
শত হজ্ব নামায রোযা।


ওহে মুমিন মুত্তাকিন
জানা নাই মরণ দিন
আজরাইল যখন তখন
প্রস্ততি তাই লই এখন।