ঘরের কোণে মেঘ জমেছে
বৃষ্টি ঝরাবে কে?
দৃষ্টি তার চালের ওপর
রোদ্র হাসে যে!
কাজল চোখে তাকালে পরে
মান কি থাকে বসে?
ঝুমুর ঝুমুর নুপুর পায়ে
কাছে আসে যে!
আলতো করে হাতটি ধরে
কাকন রাখে কাঁধে,
অমনি তখন গলে পড়ে
নিরব পাহাড় ঢলে।