এই পৃথিবীকে কিছু দিয়ে যাবো আমি
এ আমার ওয়াদা
আমি একটা মুহূর্তও যেতে দেবোনা অযথা।
কাজ নাই বলে আমি হাত গুটে বসে রবো?
- না।
ঘরের বাহির হওয়া যাবেনা বলে শুধু শুয়ে বসে ঘুমাবো?
- না।
আমি সেলাই করবো নকশিকাঁথা
আমি বানাবো টুপি, ঠোঙা, মাস্ক-
তবে আমি লকডাউন ভাংবোনা
আমি আর পলিথিন ব্যবহার করবোনা
- অন্যকেও দেবোনা,
ঘরে বসেও চালু রাখবো অর্থনীতির চাকা
পরিবেশ বান্ধব হবে আমার প্রতিটি কর্ম দক্ষতা।


এই পৃথিবীকে কিছু দিয়ে যাবো আমি
এ আমার ওয়াদা
আমি একটা মুহূর্তও যেতে দেবোনা বৃথা
আমার কিছুই করার নাই আমি আর এ কথা বলবোনা
আমি খুঁজে পরিষ্কার করবো ঘরের কোণের ময়লা
আমি মনে জমতে দেবোনা মাকড়সা -
আমি ঘরে বসে বই পড়ে ঘুরবো পৃথিবী
আমি ঘরে বসে কোরআন পড়ে জানবো অজানা সৃষ্টি।


আমি একটা মুহূর্তও নষ্ট হতে দেবোনা অযথা
এই পৃথিবীর কাছে এ আমার জন্মগত ওয়াদা।


শুক্রবার
২০ চৈত্র ১৪২৬
০৩ এপ্রিল ২০২০
০৮ শাবান ১৪৪১