তোমরা বলো পাশ্চাত্য উন্নত
আমি বলি উচ্ছিষ্ট
তোমরা বলো পাশ্চাত্য সভ্য
আমি বলি অভদ্র,
তোমরা বলো পাশ্চাত্য সুশিক্ষিত
আমি বলি গন্ডমূর্খ,
তাদের হিমাংকে অস্ত শালীনতা
অনেকে জানেনা তাদের কে বাবা?


তোমরা বলো পাশ্চাত্য মানবতা
আমি বলি রাক্ষুসে থাবা
পাশ্চাত্য পোষাকে আঁটোসাঁটো সাশ্রয়ী
আমি বলি বুদ্ধি প্রতিবন্ধী,
তোমরা জানোনা তাদের নোংরামি
পাক-পবিত্রতায় কত উদাসিনী।


তোমরা তাদের ভাবো বটগাছ
আমি বলি সর্বনাশ!
চার গাল ভরা মিষ্টি মিষ্টি হাসি!
আদতে মূল শেকড় খুন সবই।