আর কোনো করুণা নয়
আর কোনো মূর্ছনা নয়
আর কোনো আবেদন নিবেদন নয়
আর কোনো জড়তা নয়
আর কোনো পরমুখাপেক্ষি নয়-
আমরা অসম্ভবকে করেছি সম্ভব
অসাধ্যকে করেছি সাধ্য
পরাজয়কে করেছি জয়
গ্লাণিকে ভরে দিয়েছি মুগ্ধতায়
পদ্মাসেতু সাধারণ জনগনের টাকায়
আমাদের আর নাই বিন্দুমাত্র ভয়।


মেট্রোরেল, পাতালরেল, টানেল, স্যাটালাইট দেশীয় প্রকৌশলী দিয়েও হয়
মানব সেবায় আমাদের অভূতদ্বয় অধ্যায়
পরাশক্তিদের অসন্তোষেও রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় পায়-
বিশ্ব শান্তি রক্ষা মিশনেও কম নয়।


আমরা পারি -
আমরা পারি -
ইচ্ছে করলে আমরা সবই পারি
পোশাক শিল্পে আমরা শীর্ষে উঠে আছি
সিরামিকে দৈনন্দিন এগুচ্ছি
ঔষধ শিল্পে ক্রমাগত বাড়ছে রপ্তানি
আমরা এখন নিজেরা-নিজেরাই দাড়াতে শিখেছি;
হাঁটছি, দৌড়াচ্ছি, দৌড়ের ওপরেও রাখছি
আমরা আগামী বিশ্ব-অর্থনীতির হাতছানি।

আমাদের প্রতিযোগিতা শান্তির জন্য
আমাদের প্রতিযোগিতা সমৃদ্ধির জন্য
আমাদের প্রতিযোগিতা বন্ধুত্বের জন্য
আমাদের প্রতিযোগিতা সত্যের জন্য,
আমাদের প্রতিযোগিতা বিশ্ব দরবারে মাথা উঁচু করে নেতৃত্বের জন্য
আমাদের প্রতিযোগিতা সবুজ বনায়নের জন্য
আমাদের প্রতিযোগিতা আগামী প্রজন্মের জন্য
আমাদের প্রতিযোগিতা সারা বিশ্বের মংগলের জন্য।