কিছু যে ভালোলাগেনা সখি
এই কথাটি আর কতবার বলি
তুমি যে আমার নয়নের মনি
জীবন মরণের সাথি।
আশার প্রদীপ জ্বালি-
কত পাহাড়-সমুদ্র-হিমাদ্রি দিয়ে পাড়ি!
- আসি,
তোমার কাছে অবিরত ছুটে আসি,
কিন্তু তবুও তুমি;
দুরে দুরে রাখো, কেমন জানি!
রবি হারায় চাঁদের হাসি।


কত ষোড়শি যুবতি
কত লিখে চিঠি;
রম্য- রঙ- কাহিণী,
শুধু লিখোনা কেবল তুমি,
কত বাহারিফুল দেয় তুলি
আমার হাত ভরি ...
তবুও শুণ্য যেন হাত দু'খানি
যেখানে তোমার অনুপস্হিতি।


কত রুপসী রপবতী
নিত্য পথে ঘাটে দেখি,
তাদের সাথে কত কথা বলি
অজানা ভঙিমায় পথ চলি,
অনেক কিছুর আদান প্রদানও করি
তবুও তোমাকে ভুলতে না পারি!
অথচ তুমি বোঁচা, কাজলি ...।।


রচনাঃ
১৯/০৩/১৯৯৬
নারায়ণগঞ্জ


প্রকাশঃ
বৃহস্পতিবার
১৪ জ্যৈষ্ঠ, ১৪২১
২৯ মে, ২০১৪
২৯ রজব, ১৪৩৫


উত্তরা, ঢাকা