ওরে পাগল মন
ওরে অবুঝ মন-
যারে তুই ভাবিস জীবন
সে ভাবেনা তোরে আপন
খামাকা কেন করিস বিচরণ
কেন পিছে ছুটিস সারাক্ষণ?
যত চাবি! তত হারাবি!
তত বেশি আঘাত পাবি,
পরতে পরতে ব্যথিত হবি।


ফিরে যা-
ফিরে যা-
সেখানে ফিরে যা,
তার তুলনা হয়না,
সে ক্ষমা চেয়েছে তোর কাছে?
ক্ষমা করে দে-
ক্ষমা করে দে-
ক্ষমা করে দে তাকে;
মানুষ মাত্র ভুল করে
তা যদি না হবে
মানুষ নয় তবে,
- ফেরেশতা সে।


ফিরে যা-
ফিরে যা-
এখন সব কিছুই পাবি
অতি শুদ্ধ, তাড়াতাড়ি-
তার এতদিনের সঞ্চিত ধণ
তোর-ই প্রাপ্য, তুই এর কারণ।


রচনাঃ ২৪/১২/১৯৯৫


প্রকাশঃ শনিবার
১৭ জ্যৈষ্ঠ, ১৪২১
৩১ মে, ২০১৪
০১ শাবান, ১৪৩৫


ভালুকা, ময়মনসিংহ