রং চং তামাশার চেষ্টা
মিটাল না কারো তেষ্টা,
ফরমালিনে আক্রান্ত দেশটা
প্রজা ঠকে রাজার ব্যাশটা
যদিও নব নয় এই চালটা,
ঘৃণ জঘন্য প্রতিযোগিতা;
কে কার চেয়ে কত ওপরে
সন্ত্রাস ত্রাস আর দূর্ভোগে।
সিংহাসনে বসলে বিড়াল
বাঘ শিয়াল নয় কন্ট্রোল,
কতদিন ঝাড় ফুক মন্তর-
মা মাটিতে নেই বুঝি অন্তর,
থাকলে নয় কেনো সত্বর!
হিটলার-ও ছিলো অবান্তর।।


সোমবার
১৯ জ্যৈষ্ঠ, ১৪২১
০২ জুন, ২০১৪
০৩ শাবান, ১৪৩৫


ভালুকা, ময়মনসিংহ