পাহাড় সমুদ্র মিশে গেছে আজ
ভেদাভেদ করে ছেদ,
চাঁদ নেমে এসেছে মাটিতে
কিংবা মাটি পৌঁছলো চাঁদের দেশ।
এঁটেল দোঁয়াশ পলি বালি
সব একাকার অপলক সহযোগ;
একটি প্রাণ, একটি দেহ,
একটি ঘ্রাণ, অম্লান।
অকস্মাৎ ঝড় বৃষ্টি বাদল জলস্বাস থেমে
এখন সদ্য মধ্য দুপুর-
সুশীতল পরিপাটি,
মরুভূমি প্রান্তরে জীর্ন বাগানে
ফুটলো অপ্রাপ্তির সতেজ ফুল।


রচনাঃ ২৫/০২/১৯৯৭


প্রকাশঃ মঙ্গলবার
২০ জ্যৈষ্ঠ, ১৪২১
০৩ জুন, ২০১৪
০৪ শাবান, ১৪৩৫


ভালুকা, ময়মনসিংহ