একটিবার কখনো কি-
ভেবেছো লক্ষিটি?
কেনো উদাস আমি!
ঝড়ো হাওয়ার আওয়াজ শুনি
নদীর ঢেউ, কুল ভাঙার কীর্তি,
আবার কাশবনে স্বপ্ন দেখি
বলাকার ঝাক, কপোত কপোতি-
আকাশ পানে চেয়ে থাকি
ওই দুর ... ... চাঁদ- দেখি,
আর তোমায় ভাবি-
কে সুন্দর বেশি?
কী চমৎকার তোমার হাসি!
ভুলতে পারিনা ভেংচি মুখটি
নীল বর্ণ চোখ দুটি-
কপালের সাদা টিপটি,
খোপায় পড়েছিলে জুই চামেলি
রঙিন আঁচল ছুয়েছিলো মাটি,
আর কি লুকিয়ে রেখেছো পিয়াসি?
আমার হৃদয় ফাটে তৃষ্ণায় নিরবধি।


আংশিক রচনাঃ ২৫/০৪/১৯৯৭


পূর্ণ আজ, রবিবার
২৫ জ্যৈষ্ঠ, ১৪২১
০৮ জুন, ২০১৪
০৯ শাবান, ১৪৩৫


ভালুকা, ময়মনসিংহ