মায়া জালে জড়িওনা আর
ভালোবাসা খোঁজোনা তার
সে ভালোবাসেনা হৃদয়কে
জানেনা প্রকৃত কাকে বলে

যৌবন জ্বালা তাড়া করলে
দিক বিদিক হারিয়ে ফেলে
কাছে অবধি জড়িয়ে ধরে-
তৃষ্ণা মিটলে কেটে পড়ে।


কত জীবন এমন নির্মম
যেনো কিছুই নয় সম্ভ্রম!
যেনো চিরা হর্তন রুইতন।


এরা কারা?
- সর্বনাশা।
অর্ধপতনের গোড়া,
লোক সমাজে হোমরা চোমরা-
হাতেগোনা কয়েকটা গুন্ডাসন্ডা,
আমরা হেম্মৎ ছাড়া-
বড় দূর্বল তাকোয়া,
এভাবে বাঁচা!
এর চেয়ে ভালো অঘাটের মরা।।


সোমবার
২৬ জ্যৈষ্ঠ, ১৪২১
০৯ জুন, ২০১৪
১০ শাবান, ১৪৩৫


ভালুকা, ময়মনসিংহ