তোর মন বুঝা বড় কঠিন
অন্তর গহীন-
পাথর, অর্বাচিন, স্পন্দনহীন-
মায়া-মমতা, আদর-স্নেহ-শ্রদ্ধা বিহিন,
ক্ষণে ফুরাবে দিন।


কেনো করছিস এমন;
স্বভাব চরিত্র আচার-আচরণ!
ছুঁয়ে দেখ এই মন
তুই আমার স্পন্দন
করাচ্ছিস আনচান!
ধরা দিলে সাতকাহন
দুরে রইলে তুষের আগুন,
ক্রমান্বয় অযুত নিযুত গুন
- মন্থর জীবন।


জাত কুল গোত্র মান অপমান
তুচ্ছ এসব, প্রেম আমরণ!
এক ভান্ডার হতে সবার আগমন;
সমাজ জোত শেণী ভেদাভেদ নিস্প্রেয়োজন,
শূণ্য হাতে মায়ের কোল ভরে আসি যেমন-
শূণ্য হয়েই ছাড়তে হয় পার্থিব এই ভূবন।।


মঙ্গলবার
২৭ জ্যৈষ্ঠ, ১৪২১
১০ জুন, ২০১৪
১১ শাবান, ১৪৩৫


ভালুকা, ময়মনসিংহ