অতি উত্তম বৈরাগি পাগলা গারদ
বন জংগল পশু পাখির সান্নিধ্যে বসবাস
স্বঘরে সন্তানের হাতে পিতা মাতা খুন!
কর্তা কর্তৃক ঝি প্রলুদ্ধ, উৎফুল্য, বধূ আশ্বাস
একদিন গর্ভপাত, সেদিন গলাধাক্কা, বজ্রপাত।
এই কুত্তাদের যখন সামনে দেখি;
গলা ফেটে মঞ্চে করজোরে হাত তালি, বাহবা,
কেনে মানবাধিকারের খেতাব-
যখন শুনি হারামজাদাদের মুখে জনকল্যাণের বাণি
যখন দেখি মসজিদ মন্দিরের সভাপতি
তখন আমার শরীর হিসপিস করে-
হাতের কাছে খুঁজি হকস্টিক রিভলবার স্টেনগান
এখুনি ঝাঝড়া করে দেই ওদের বুক-
তুলা ধূলো করে উড়িয়ে দেই ওই মঞ্চ।
মেহরাব থেকে ওইসব ইমাম মুয়াজ্জিনদের
টেনে হেঁচড়ে নিচে নেমে আনি বাহির,
দাঁড় করে রাখি সূর্যমুখ নর্দমা ডোমায়,
অতঃপর সেথায় স্নান,
যারা সত্য-সত্য-সত্য তাকোয়ায় বলেনা খুতবায়
এড়িয়ে চলে স্বীয় কর্তব্য, পবিত্র গ্রন্হ?
সভাপতি যেনো তবু হয়না মনক্ষুন্ন,
- এরা মেঝো শয়তান।


এদের জন্য প্রস্তত হুতামা।।


বুধবার
২৮ জ্যৈষ্ঠ, ১৪২১
১১ জুন, ২০১৪
১২ শাবান, ১৪৩৫


ভালুকা, ময়মনসিংহ