চেনা মুখ আজ অচেনা
চোখের কোণে মেঘের আনাগোনা
জোঁয়ার ভাটা!
ধোঁয়া ধোঁয়া চাঁদ
সোঁদামাটিতে কাঁদা দাগ
শীতল ঝর্ণা অবসাদ।


ছিলো ঝিলমিল খিলখিল
শাপলা, কলমি, ভেলায় বিলঝিল,
ফড়িং প্রজাপতির পিছনে দৌড় ...
সবুজ ঘাস, সোনালী ক্ষেতের ভেতর-
বাইকে দুর ... ... বহুদুর,
বন্ধুত্ব মহল হুলস্হুল,
দোলনায় তুলতুল দুলদুল
ঢেকেছিলো দুটিমুখ খোপার চুল।


হঠাৎ কি হলো, বুঝলে ভুল-
কুটনীতি, অন্যের চক্ষুশুল
ভাঙার আগে নদীর কুল-
স্রোত চক্র অনুকুল প্রতিকুল!
খোঁজো মুল, ভাঙবে ভুল-
কাঁদছে হাস্নাহেনা রজনী বকুল।।


বৃহস্পতিবার
২৯ জ্যৈষ্ঠ, ১৪২১
১২ জুন, ২০১৪
১৩ শাবান, ১৪৩৫


উত্তরা, ঢাকা