চেনা জানা কিছু নাই
কে- গো- তুমি?
শেষ প্রহরে স্বপ্নে; চন্দ্রমুখি,
গোঙটা তুলে বললে অমনি
আমি তোমার রাণী,
ছুঁয়ে দেখো- সত্যি-
আজ থেকে সপে দিলাম ইচ্ছে ঘুড়ি,
তোমার পছন্দে সাজবো আমি
রইবেনা কোন জুড়ি।
আঁকাবাঁকা মেঠো পথে ঘোড়ার গাড়ি
টিয়ে ময়না ফড়িং প্রজাপতি
ধানক্ষেত হেলেদুলে; শুভ যাত্রী-
শুভ হোক তোমাদের ভবিষ্যত আগামি,
জোনাকিরা মিটিমিটি করেছিলো নাচানাচি-
আতা কদবেল লিচু আম জামে ভরেদিলো ঝুড়ি,
হুতুমপেঁচা অপেক্ষায়, লেবু গাছে নিরবধি-
বাড়ির সদরগেটে মৌচাকে মৌমাছি,
রজনীগন্ধা হাস্নাহেনা জুই চাপা জবা চামেলি।


০১ আষাঢ়, ১৪২১
১৫ জুন, ২০১৪
১৬ শাবান, ১৪৩৫


ভালুকা, ময়মনসিংহ