কেনো যে অমন করে
ফেল ফেল করে হাসো
ধীর মনে চেয়ে থাকো
- মুক্ত আকাশ পানে,
লুকানো কিছু কথাতে।


কেনো যে অনেক ছলে
নানা কথা বলো-
বিরহের রেখা টানো,
আবার কি যেনো বলতে চেয়ে-
বলোনা, চুপ থাকো।


কেনো যে কিসের নেশায়
শুধু শুধু বসে থাকো-
এদিক ওদিক তাঁকাও
কিছু কি গোন?
না কাউকে দেখো।


কেনো যে বিকেল হলে
পথচারী করো?
আগে-তো এমনটি দেখিনি কখনো
ইদানিং কেনো হচ্ছে-
কাউকে কি খোঁজ?


কেনো যে চুপটি করে
একটু আধটু সুযোগ পেলেই
আমার দরজা জানালায়
তোমার গভীর আঁখি দুটো রাখো,
জানিনা! এসব কেনো?


রচনাঃ সেপ্টেম্বর, ১৯৯২


প্রকাশ;
০২ আষাঢ়, ১৪২১
১৬ জুন, ২০১৪
১৭ শাবান, ১৪৩৫


ভালুকা, ময়মনসিংহ