মন তুমি ভুলে যাও
সব ঝেড়ে ফেলে দাও
ছলনাময়ি মায়াবিনীদের-
ওদের মিথ্যে ভালবাসা-অহঙ্কার।


ঝামা পাথরে মূছে দাও
হেরে গেছি ধরে নাও
ভেবে নাও মরে গেছি-
সে আজন্ম অপরাজিত বিজয়িনী।


নিয়তিকে মেনে নাও  
নেটা চেটা চুকে লও
তবে টেনশন মুক্ত থাকবে-
হাসি আনন্দ স্ফুর্তিতে রবে।


ওই রাতের আকাশকে দেখো
গভীরভাবে শুধু একবার ভাবো
সূর্য না দিলে আলো-
সবই হারাবে, ওই জোস্নার আলো।।  


রচনাঃ ২৫/০৬/১৩৯৯ বাং


প্রকাশঃ
০৬ আষাঢ়, ১৪২১
২০ জুন, ২০১৪
২১ শাবান, ১৪৩৫
উত্তরা, ঢাকা