আশার প্রদীপ জ্বেলে
আর জ্বালাতে এসোনা
বলিওনা ভালোবাসি,
কৌশলি অভিনয়ে-
ভালোবাসার নিবিড় বাসায়
আমাকে আর পোড়াইওনা
ডাকিওনা চুপে চুপে।
তোমাকে অনেক চিনেছি
অনেক দেখেছি হিজল তলে
তবু কিছু বলিনি-
চেষ্টা করেছি শুধরিয়ে নিতে,
আজ আর পারলামনা
হেরে গেলাম শেষ অবধি
নিশি কান্তর পদতলে-
এবার ক্ষমা করো।।


রচনাঃ ২৬/০৬/১৩৯৯ বাং


প্রকাশঃ শনিবার
০৭ আষাঢ়, ১৪২১
২১ জুন, ২০১৪
২২ শাবান, ১৪৩৫
ভালুকা, ময়মনসিংহ