অসার শুন্য করে দেহ
হৃদয়ের নিংড়ানো সবকিছু দিয়ে
বহুদিন... লেনাদেনা ছিল
অনেক লাঞ্জনা অপমানের মধ্যেও-
সে আমার আশার প্রদীপ ছিল,
ছিল একরাশ গোলাপ চামেলি,
আমিও ছিলাম তাঁর কাছে অদ্বিতীয়
ছিলাম; সকালের সূর্য।


তবু তাকে গতরাতে-
বাধ্য হয়েছি বিদায় দিতে,
আমি অপরিচিত আজ তাঁর কাছে-
এই জীবনে দেখে নাই যারে
সেই আজ তাঁর অর্ধাঙ্গিনি।


নিয়তির বিধান বড় বেশি নিষ্ঠুর
এড়াবার নেই কোন পথ!
তাই তুমিও দুঃখ করোনা বন্ধু-
ওর সুখে নিজেকে সুখি মনে করো।


রচনাঃ ২৬ আশ্বিণ, ১৯৯৯


প্রকাশঃ রবিবার
০৮ আষাঢ়, ১৪২১
২২ জুন, ২০১৪
২৩ শাবান, ১৪৩৫
ভালুকা, ময়মনসিংহ