হাতছানি দিয়ে-
তুমি আর একটিবারও ডেকোনা পুজা।

আমার হৃদয় তোমাকেও বলছি
তুমি আর কেঁদোনা-
একটি ফোঁটাওনা কস্মলিন কালে
উপহাস করো, অট্রহাসি হাসো
খুব জোড়ে যতো পারো-
আনন্দ! উল্লাস! বেশ ভালো আছি।


ভুলে যাও হৃদয়, মূছে ফেলো-
সে একজন চরিত্রহীনা!
তাঁর কাছে ভালোবাসা অর্থহীন
তাঁর দেহে সবাই সমান?
হয়ত কোন একদিন
কোন এক শুভ লগ্নে-
ফিরে আসতে পারে আবার।


হৃদয়, তখন সাবধান থেকো
পাষাণ হইও, হইও পাথর-
মনে রেখো তাঁর কাছ থেকে
আঘাতই পাবে সারাজীবন,
শান্তি পাবেনা কখনো
সে নাটের গুরু-
ভিন্ন মাত্রা তাঁর দেবদারু।


রচনাঃ ২৭ আশ্বিণ, ১৯৯৯


প্রকাশঃ সোমবার
০৯ আষাঢ়, ১৪২১
২৩ জুন, ২০১৪
২৪ শাবান, ১৪৩৫


নারায়ণগঞ্জ