অন্য জায়গায়, অন্য কোথায়ও?
পৃথিবীর শোধ পৃথিবীতেই হয়।


যদি কাউকে ঘর ছাড়া করতে চাও
তবে নিজেকেই ঘর ছাড়া হতে হয়।


যদি কারো বুকে আঘাত হানতে চাও
তবে আঘাত নিজেকেই বেশি পীড়া দেয়।


যদি কারো কোন অমঙ্গল চাও
তবে তার না-হলেও নিজের অবশ্যই হয়।


রচনাঃ ১০/১১/১৯৯২ ইং


প্রকাশঃ বুধবার
১১ আষাঢ়, ১৪২১
২৫ জুন, ২০১৪
২৬ শাবান, ১৪৩৫
নারায়ণগঞ্জ