গোলাপি ম্যাচিং জুতো জামা
চারপাশ সারাক্ষন আনাগোনা-
ঝিলমিল ঝিলমিল চোখের পাতা
মণি দুটো নিস্পাপ যেনো অপ্সরা
ঠোঁটে লিপষ্টিক চিলচিল জ্বালা-
নহরে ভাসছো, দুলাচ্ছ অনন্যা
ঘি, মাখন যেমন চেনা জানা-
কতদিন প্রত্যাখ্যান, মানলেনা?
ভুললাম! আমার ষাটের কোঠা-
লোক সমাজ বলবে বেহেয়াপনা!
তবু তোমার অভিশাপ নেবোনা।
তোমার ডানায় মেললাম পাখা
রইলনা কোন বাধা বিপত্তি সীমানা,
একুশ বাইশের গ্রীবা ...
আর চাঁদের পিঠ এক কথা,
তুমি সমুদ্র, আমার ডিঙ্গি নৌকা।


রচনাঃ শুক্রবার


১৩ আষাঢ়, ১৪২১
২৭ জুন, ২০১৪
২৮ শাবান, ১৪৩৫
উত্তরা, ঢাকা