বর্ষা ডামাডোলে এসো, তোমায় স্বাগত!
কালো মেঘ ঝড় বেগে বৃষ্টি হয়ে নামো
ধুয়ে মূছে নিয়ে যাও পাপের সমুদ্র;
দুঃখ দশা নষ্ট অসার কষ্ট দারিদ্র-
খুন, কলুষ যত আছে নগ্ন চরিত্র,
স্বাধীন বাংলার মাটি মা রাখো পবিত্র
হারায়না যেনো কারো সম্ভ্রম সতীত্ব-
রাজ পথ রাখো চিল ও শকুন মুক্ত।

জাগ্রত করো সদা সকল মনুষ্যত্ব;
আকাশে বাতাসে সুশীতল ছায়া আনো
শক্তি সাহস বর্ষাও মজলুমদের-
খুশি বন্যায় ভরাও গরিবের ঘর,
পুষ্প পল্লবে ছড়ে দাও যত উর্বর-
নদী নালা খাল বিল শান্তি সরোবর।


'বরষার আয়োজন'