খোদা তোমার এ সভ্য দুনিয়ায়
মানুষ মানুষের কাছে বড় বেশী অসহায়
নিস্পাপ শিশু দিতে পারেনা পিতৃ-মাতৃ ঠিকানা,
চলছে একের ওপর অন্যের টেক্কা;
অহরহ নির্যাতন জুলুম অত্যাচার মরিচিকা ।


খোদা তুমি কোথায় আছো?
ধরায় দাও তোমার আরও নুরের ছায়া-
চাই যে তোমার আরও দয়া-মায়া,
তোমার আরও করুণা ছাড়া-
রহমত কভু ফুঁটবেনা।


খো-দা, খো-দা, হে- খোদা;
পাপী তাপীদের নয়নের জল... থামবেনা-
যতক্ষন আমাদের দেবেনা পানা,
যতক্ষন থামবেনা অঝুত নিঝুত মায়ের কান্না
দামামা থামাও ইযরাঈল ইরাক লিবিয়া।


হে- খোদা আমার এ জান!
তোমার অপার নিয়ামত, দান
আজ তোমার কাছেই করছি কোরবান
তবু রক্ষা করো মাখলুকাতের উচু সম্মাণ
হিন্দু খ্রীষ্টান বৌদ্ধ মুসলমান।


রবিবার
১৫ আষাঢ়, ১৪২১
২৯ জুন, ২০১৪
৩০ শাবান, ১৪৩৫
নারায়ণগঞ্জ