আধা ভাংগা মন আমার
আজ করলে চুড়মার!
আসতে চেয়ে কেনো এলেনা?
বাঁশী বাজাতে চেয়ে- বাজালেনা,
শ্রাবণ ধারা থামলোনা!
ধোকা দিয়ে দিয়ে করলে বোবা
কভূ ভাবিনি তুমি ইউপোকা!
তোমার ডানায় ভর করে যায়না দীর্ঘ পথচলা
চাঁদ দাঁড়ায় না আঁধার বেলা!
শুকিয়ে যাবে ব্রহ্মপুত্র গঙ্গা যমুনা-
তবুও শোধ হবেনা;
তোমার কাছে আমার যে পাওনা!
সময় ফুরালে সুযোগ পাবেনা-
একদিন সাড়ে তিন হাত ফুলশয্যা।


তবুও অহংকার;
তুমি আমার অলংকার,
তবুও গর্ব;
তোমায় ওপাড়ে যেয়ে পাবো।



সোমবার
১৬ আষাঢ়, ১৪২১
৩০ জুন, ২০১৪
০১ রমজান, ১৪৩৫
উত্তরা, ঢাকা