বিধাতা যদি বলে-
এক হাজার মাসের পূণ্য একরাতেই হয়
তবে সে রাতটা স্বাচ্ছন্দের সহিত আকড়ে ধরাই ভালো
কোন বাদ বিচার পক্ষ প্রতিপক্ষ না ভেবে।


নিজের কোন অমঙ্গল কাজ-
দেবতার কাছে যদি মঙ্গল হয়
তবে সে অমঙ্গল শত বির্সজনে হলেও করাই ভালো
সে দেবতাকে পেতে হলে।


যে পুস্পে যে দেবতা-
যে ভক্তের প্রতি সন্তোষ্ট নয়
তবে সে পুস্পে সে দেবতার পূজা না করাই ভালো
তা যতোই হোক সুগন্ধি সুরভিত।


দেবতার তান্ডব লিলাতে-
কারো যদি পুরোপুরি বিশ্বাস না হয়
তবে সে দেবতার বিধান না মেনে ত্যাগ করাই ভালো
সে দেবতা যতোই হোক ক্ষমতাধর।


রচনাঃ ১৭ কাত্তিক, ১৩৯৯


প্রকাশঃ মঙ্গলবার
১৭ আষাঢ়, ১৪২১
০১ জুলাই, ২০১৪
০২ রমজান, ১৪৩৫
ভালুকা, ময়মনসিংহ