ও জান ও প্রাণ ও প্রিয়া-
ও আমার মন ময়ূরি হিয়া
চাঁদ কি আর আছে আকাশে!
আজ নেমে এসেছে মাটিতে
খেলছে ধূলোবালির সাথে,
দিয়েছে দোলা হেয়ালি মনে
সকাল বিকেল সন্ধ্যে হলে-
মরুভূমি আজ উর্বর জমি,
গোলাপ চন্দ্রমল্লিকা বিলাসি
খোলা জানালায় দুটি আখি,
দূরে সরে গেছে তিমির রাত্রি
নিকটবর্তী অতি নিকটবর্তী; গ্যালাক্সি-
উল্কা ধুমকেতু গ্রহানুপূঞ্জ বৃহস্পতি।


বুধবার
১৮ আষাঢ়, ১৪২১
০২ জুলাই, ২০১৪
০৩ রমজান, ১৪৩৫


ভালুকা, ময়মনসিংহ