ইচ্ছে করছে হারিয়ে যেতে
বন বাদাঁড়ে আপন মনে
ফড়িং ফিঙে চড়ুই হয়ে ...
ডাল থেকে মগ ডালে।


ইচ্ছে করছে ফিরে পেতে
যা ছিলো শৈশবে-
বৃষ্টিতে ভিজে এসব দিনে
গোল্লাছুট ফুটবল কাবাডি মাঠে,


বাড়ির পাশে দিঘীর ধারে
শিমুল তলে বরশি দিয়ে-
পুঁটি কৈ মাগুর খলাইয়ে
বোয়ালে ছিপে কুস্তি করতে।


ইচ্ছে করছে দাবাড় খেতে
মনির মুন্সির লাঠি দেখে
কে-রে ওখানে ভরা দুপুরে
দেখাচ্ছি মজা বড়ই পাড়ে!


মফু মিয়ার তালগাছ থেকে
তাল পাড়তাম তালা দিয়ে,
বাহির যেনো না হতে পারে-
বাবুইয়ের পিচকারি ওপর থেকে!


ইচ্ছে করছে সবুজ ঘাসে
গা এলিয়ে প্রাণ জুড়াতে
মনের কথা মাটির সাথে
চুপে চুপে, কান পেতে ...।


বর্ষা এলে বিলে ঝিলে...
হৈ-হুল্লোড় ছেলেরা মিলে
কলমিলতা শাপলা তুলে-
বাড়ি ফিরতাম সন্ধ্যে হলে,


হঠ্যাৎ জাগে প্রাণ অজান্তে
আউলা বাউলা বাতাসে...
কাদা মেখে মেঠো পথে,
মন থাকে ধানের ক্ষেতে।


ইচ্ছে করছে চাষা হতে
গ্রামে যেয়ে সানন্দে ...
বিষ মুক্ত ফসল ফলাতে,
মৎস্য চাষ ডোবা জলে-


রাখাল হয়ে ভেড়ার ফার্মে
সংগে দু’একটা গাভী রবে,
রসুন পিঁয়াজ মরিচ ঝিঙে-
গোবড় সারে ভিটে বাড়িতে,


নুরু ভাইয়ের গরুর গাড়ী
বর-কনে শ্বশুড় বাড়ি ...
ক্যাচর ম্যাচর শব্দ গুলি
কানে ভাসে স্মৃতির বাঁশী।


ইচ্ছে করছে ফিরে পেতে
মায়ের কোলে শিশু হয়ে,
হাত বুলিয়ে আদর পেতে-
দোলায় নিঃচিন্তে নিদ যেতে।


শুক্রবার
১৯ আষাঢ়, ১৪২১
০৪ জুলাই, ২০১৪
০৫ রমজান, ১৪৩৫


উত্তরা, ঢাকা