জীবনে লড়াই করতে হলে
সঠিক পক্ষ নিয়ে লড়বে,
হাতের উৎক্ষেপনটি ছুড়বে
একটা নির্দিষ্ট অক্ষের দিকে,
নয়ত হিসেবের অমিল হলে
পৌঁছতে পারবেনা গন্তব্য স্হলে
মাঝ পথে ঝুলে থাকতে হবে
নয়ত আসতে হবে ফিরে ...।


ক্লান্তিহীন ঘনঘটা অবরোধে
মিছিল বোমা চাঁদাবাজ গেলে,
রুখতে হবে তীব্র বজ্র কন্ঠে ...
হে বিদ্রোহি, প্রতিবাদী তীক্ষ্ণ বুদ্ধিতে
সবকিছু হয়না বাহুত্ব বলে...
বীর বিক্রম ভোজন গণসংগীতে!


খুঁজে নিতে হয় আপন ভুবনকে ...
সদা সত্য কৌশলে তাল মিলিয়ে
পিছপা হতে নেই কোন কারনে?
দূর্বার বেগে অগ্রপথে এগেয়েই যাবে
নিশ্চিত একদিন জিতবেই জিতবে!
মিথ্যাচার!!! ধ্বংস হতেই হবে।।


রচনাঃ ১৩৯৯, ১৭ কাত্তিক