আঃ দুরতরি ছাই!
কোথাও কি শান্তি নেই?
আর কত রই?
সকাল থেকে সন্ধ্যে অবধি-
খাওয়া নেই নাওয়া নেই
আর কোনো ভাবনা নেই
প্রতিদিন এমনই!
শুধু তোমার অপেক্ষায় ...
আমার গোলাপ ঝরে যায়
ঢেউ খেই হারায়
সাগর শুকিয়ে যায়,
মরুভূমি হা-হা-কার
হৃদয় পুড়ে ছারখার,
তোমার আশায় আশায়
মনটা ভিক্ষা দাও আমায়।


সুর হারাচ্ছে টুনটুনি
সরষে দু'টো আঁখি ...
হঠ্যাৎ কোথায় হলো ভুল?
আজ আমার নেই কোনো কুল
বুক সইবে আর কতো সুল!
আরও দিতে হবে কতো মাশুল?


প্রিয়তমা, ক্ষমা চাই!
তুমি ছাড়া বৃথা আমার এ জীবনটাই।


সোমবার
২৩ আষাঢ়, ১৪২১
০৭ জুলাই, ২০১৪
০৮ রমজান, ১৪৩৫


ভোলাইল, নারায়ণগঞ্জ