তোমার ওই চোখ দুটো
আজও আমার চোখে ভাসে
হৃদয়ের না বলা কথাগুলো
তোমাকে বলতে ছুটে আসে
ভীড় করে নদী তীরে-
তুমি আসবে খেয়া ঘাটে
দেখা হবে দু’জনে মুচকি হেসে।


তুমি যে আর এখানে আসবেনা
কোনদিন একটি কথাও বলবেনা
সে কথা মনে রাখতে চাই না!
আমি আগের মতোই আসবো
তোমার পথ পানে চেয়ে থাকবো,
কি জানি কোনো একদিন ভুল করে
হঠ্যাৎ এসে পড়ো কারো সাথে-
সেদিনটি পর্যন্ত আসবো,
আর শুধু একটিবার তোমায় দেখবো।


রচনাঃ ১৯ কার্তিক, ১৩৯৯